ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে অধিনায়ককে বরখাস্ত করলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
বিশ্বকাপের আগে অধিনায়ককে বরখাস্ত করলো আফগানিস্তান আসগর আফগান-ছবি: সংগৃহীত

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের বাকি প্রায় দুই মাস। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের অধিনায়ক আসগর আফগানকে বরখাস্ত করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

শুক্রবার (৫ এপ্রিল) গুলবাদিন নাইবকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে এসিবি। ফলে আগামী বিশ্বকাপে নেতৃত্ব দেবেন নাইব।

টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রহমত শাহ আর টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয়েছে রশিদ খানকে।

২০১৫ সালে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর স্থলাভিষিক্ত হয়েছিলেন আসগর। তার নেতৃত্বে আইসিসি’র পূর্ণাঙ্গ সদস্যপদ অর্জন করে আফগানিস্তান। চলতি বছরের মার্চে তার নেতৃত্বেই ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা নিজেদের টেস্ট ইতিহাসের প্রথম জয়ের দেখা পায়।

ওয়ানডেতে দলের ৩৩ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন আসগর, যার মধ্যে আছে ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ঐতিহাসিক জয়। সেবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়া ওই ম্যাচটি তো তাদের ক্রিকেট ইতিহাসই পাল্টে দিয়েছে।

টি-টোয়েন্টিতে আসগরের সাফল্য রীতিমত অসাধারণ। তার নেতৃত্বে ৫৯ ম্যাচের ৩৭টিতেই জয় পায় আফগানিস্তান।

আগামী মে মাসে নাইবের নেতৃত্বে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবে আফগানিস্তান। এরপর ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের লড়াই শুরু করার আগে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এমএইচএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।