ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা, রাহির অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা, রাহির অভিষেক ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সোমবার (১৩ মে) ডাবলিনে সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি।

এর আগে সিরিজে দুই দলের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। দুই দলের সব শেষ দেখা ৫ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী টিম টাইগার।

অপরদিকে, চলতি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় স্কোর পার করে জয় উইন্ডিজকেও দিচ্ছে ভালো আত্মবিশ্বাস। শাই হোপ-সুনীল অ্যামব্রিসদের জ্বলে ওঠা ভোগাতে পারে বাংলাদেশকে।

তবে শুরুর দিকে তামিম ইকবাল-সৌম্য সরকার, মাঝের দিকে মুশফিকুর রহিম-সাকিব আল হাসানের ব্যাট থেকে বড় রান আসলে দলের বড় স্কোর আশা করাই যায়।

বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আগের ম্যাচ খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পিঠের ইনজুরিতে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার আবু জায়েদ রাহির।  ক্যারিবিয়ানদের দলেও এসেছে পরিবর্তন।  ডানহাতি স্পিনার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে বার্বাডোজ অলরাউন্ডার রেয়মন রেফারকে দলে নেন দলনেতা হোল্ডার।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।