ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিনি রঞ্জি ট্রফি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
মিনি রঞ্জি ট্রফি খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ তাসকিন-ফাইল ফটো

ভারতের মিনি রঞ্জি খ্যাত ডক্টর ক্যাপেন্টন কে থিমাপ্পাইয়া সর্বভারতীয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে টাইগাররা। এজন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে তাসকিন আহমেদ, মুমিনুল হন, আবু জায়েদ রাহি, সাদমান ইসলামের মতো ক্রিকেটার রয়েছেন।

এই টুর্নামেন্টে ভালো করা ক্রিকেটাররা মূল রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পায়। তাই এই টুর্নামেন্টের নাম মিনি রঞ্জি ট্রফি।

প্রথমবারের মতো মিনি রঞ্জি ট্রফিতে কোনো বিদেশি দলকে খেলার আমন্ত্রণ জাননো হয়েছেন। এই টুর্নামেন্টে অংশ নিলে টেস্ট ম্যাচের মনমানসিকতা গড়ে উঠবে। তাই ক্রিকেট বোর্ড বেশ শক্তিশালী দলই ঘোষণা করেছে।

১৬টি দল চারটি জোনে ভাগ হয়ে অংশ নেবে। বিসিবি একাদশ খেলবে ‘বি’ জোনে। তাদের প্রতিপক্ষ বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ ও ডক্টর ডি.ওয়াই. পাতিল ক্রিকেট একাডেমি। চার জোনের চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে।

বিসিবি একাদশ: তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, এবাদত হোসেন, রবিউল হক, জহুরুল ইসলাম, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, নাঈম হাসান, নুরুল হাসান, শহীদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই, ০৭, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।