ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্রয়ের পথে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
ড্রয়ের পথে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ ও আফগানিস্তান ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান।

১ উইকেটে ১৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬ রানে অপরাজিত থাকা মোহাম্মদ নাঈম অর্ধশতক তুলে নিয়ে ৬৫ রান করে আউট হন।

২ উইকেটে ১১২ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। রকিবুল হাসান ৩৮ ও ফজলে মাহমুদ ৩ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনে টস জিতে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান ‘এ’ দল। ১ উইকেটে ১৮ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি।

দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।