আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে খেলা হিসেবে অস্বীকার করেছে রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়। বার্ষিক এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রী পাভেল কলোভকভ এ বিষয়ে জানিয়ে দিয়েছেন।
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় এই দেশটি তাদের খেলার তালিকায় নিবন্ধিত করেছে আইস স্টক, কার্লিং, কর্ফবলের মতো অপরিচিত নামগুলো। ক্রিকেটের সঙ্গে স্বীকৃত খেলার তালিকা থেকে বাদ দিয়েছে থাই বক্সিংকেও। যেটি 'মুয়াই থাই' নামে জনপ্রিয়। এই খেলাটিও অনেক দেশেই বেশ জনপ্রিয়।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এমকেএম