দীর্ঘদিন ধরে লঙ্কানদের বোলিংয়ে মূল শক্তি হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। তবে প্রথম ওয়ানডের পরই ওয়ানডে ক্রিকেটকে অবসর জানিয়ে দেন ডানহাতি এই ফাস্ট বোলার।
যদিও সাকিব আল হাসানের অনুপস্থিতে সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাটিংয়ে ব্যাটিংয়ে দলকে সার্ভিস দেবেন বলে সমর্থকরা বিশ্বাস করেন। যেখানে প্রথম ম্যাচে মুশফিক দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেছিলেন।
এদিকে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাংলাদেশ কোচ খালেদ মাহমুদ সুজনের মতে, মাঠে বাড়তি মনোযোগই পারে দলকে ম্যাচে ফেরাতে। তবে প্রথম ম্যাচ হারলেও দল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।
রোববার (২৮ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএমএস