ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোকজ করা হবে ফিল্ডিং কোচকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
শোকজ করা হবে ফিল্ডিং কোচকে রায়ান কুক। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে চোখে পড়ার মতো বাজে ফিল্ডিং দেখিয়েছে বাংলাদেশ। যার ধারাবাহিকতা দেখা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও। ফিল্ডিংয়ের এমন বাজে অবস্থায় শোকজের মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুক।

প্রধান কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্পিন বোলিং কোচ সুনীল যোশির সঙ্গে বিশ্বকাপের পরই চুক্তি শেষ করেছে বিসিবি। তবে রয়ে গেছেন ফিল্ডিং কোচ কুক ও ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

কিন্তু থেকে গেলেও পার পাচ্ছেন না কুক।

শনিবার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজে ফিল্ডিংয়ের কারণে সভায় বিসিবি সভাপতিসহ বাকি পরিচালকরা ক্ষোভ প্রকাশ করেন।

সভা শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘ফিল্ডিং কোচ নিয়ে সভায় আলাপ হয়েছে। আপাতত আমাদের মাথায় ছিল না ফিল্ডিং কোচের ব্যাপারটা। আমাদের ধারণা ছিল ফিল্ডিং কোচ ভালো। যদিও বিশ্বকাপে দেখেছি আমাদের ফিল্ডিং একটা বড় মাথা ব্যথার কারণ ছিল। কিন্তু গতকালকের (শুক্রবার) ম্যাচের পর, আর কী বলবো, এরকম ফিল্ডিং, কল্পনাই করা যায় না!'

শোকজ করে এমন বাজে ফিল্ডিংয়ের কারণ দর্শাতে বলা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাটিং-বোলিং না করলে হয়তো বাদ দিয়ে দেই। ফিল্ডিংয়ে সেটা করা হয় না। কিন্তু সভায় আলোচনা হয়েছে ফিল্ডিং ভালো না করলেও এখন থেকে আর জায়গা হবে না। ফিল্ডিংও ভালো করতে হবে। আমরা প্রথম কাজ যেটি করবো, ফিল্ডিং কোচের কাছে জিজ্ঞেস করবো, এই অবস্থা হলো কি করে?  আচমকা এরকম খারাপ হয়ে গেল কেনো? আগে তার জবাব শুনবো। তার পর সিদ্ধান্ত নেব নতুন ফিল্ডিং কোচ নেব কি নেব না। ’

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।