ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে জন্য প্রোটিয়াদের ‘কোচ’ ইনক এনকুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
ভারত সফরে জন্য প্রোটিয়াদের ‘কোচ’ ইনক এনকুয়ে ইনক এনকুয়ে: ছবি-সংগৃহীত

আগামী মাসে ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ইনক এনকুয়ে। অবশ্য পদটি কোচের নয়; টিম ডিরেক্টর হিসেবে দায়িত্বে থাকবেন তিনি। 

২০১৯ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে কোচ ওটিস গিবসনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দক্ষিণ আফ্রিকা। তার পরিবর্তে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এখন টিম ডিরেক্টর এনকুয়ের অধীনে ভারত সফরে যাবে ফাফ ডু প্লেসিসরা।  

বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাজে পারফর্ম্যান্সের কারণে তারা শুরুতে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায়।  

আন্তর্জাতিক অঙ্গনে এনকুয়ে এর আগে কেবল নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচ এবং দক্ষিণ আফ্রিকার নারী জাতীয় দলের সহকারি কোচের দায়িত্ব পালন করেছেন। তবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে কোচিংয়ে বেশ সফলতা পেয়েছেন তিনি।  

ঘরোয়া লিগের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২০১৮-১৯ মৌসুমে জোহানেসবার্গ ভিত্তিক ক্লাব লায়ন্সকে চার দিনের টেস্ট এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শিরোপা জিতিয়েছেন এনকুয়ে।

এছাড়া ২০ ওভারের টুর্নামেন্ট এমজানসি সুপার লিগের প্রথম আসরেই জোজি স্টার্সের দায়িত্ব পালন করেছেন এনকুয়ে।  

টিম ডিরেক্টর এমন একটি ভূমিকা যেখানে টেকনিক্যাল ডিরেক্টর কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের নেতৃ্র্ত্ব দেন। মূলত ইউরোপের ক্লাব ফুটবলে এই পদ দেখা যায়।  

এনকুয়ে ভারত সফরে টেস্ট সিরিজের জন্য নতুনভাবে দল গোছানো শুরু করে দিয়েছেন। অবশ্য তাকে কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে শুরুতে। কারণ গত কয়েকদিনের ব্যবধানে অবসর নিয়েছেন দুই অভিজ্ঞ প্রোটিয়া। টেস্টকে বিদায় জানিয়েছেন পেসার ডেল স্টেইন এবং অান্তর্জাতিক ক্রিকেটের সবধরনের ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন ব্যাটসম্যান হাশিম আমলা।  

ভারত সফরে তিনটি টেস্ট এবং ২টি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ দিয়ে দু’দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের লড়াই শুরু করবে।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।