ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বিসিবি একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
আফগানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বিসিবি একাদশ: ছবি-শোয়েব মিথুন

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল আফগানিস্তান। তাতে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে রশিদ খানরা। বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ব্যাটে-বলে উজ্জ্বল আফগানরা আগাম বার্তা দিয়ে রাখলো টাইগারদের। 

আগেরদিন ২৪২ রানে প্রথম দিন শেষ করা আফগানিস্তান দ্বিতীয় দিনে ৯ উইকেটে ২৮৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। ব্যাটিংয়ে নেমে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া বিসিবি একাদশ প্রথম ইনিংসে ৪৪.৩ ওভারে গুটিয়ে যায় ১২৩ রান তুলতেই।

এরপর দ্বিতীয় ইনিংসে ১৪ রান করে আফগানিস্তান। ড্র-তেই শেষ হয় প্রস্তুতি ম্যাচ।  

প্রস্তুতি ম্যাচে ব্যাট করছে বিসিবি একাদশ: ছবি-শোয়েব মিথুনবিসিবি একাদশকে ডুবিয়েছে মূলত আফগানদের ঘূর্ণি। রশিদ খান-জহির খানদের সামনে দাঁড়াতে পারেনি এনামুল হক-নাঈম ইসলামরা। নিয়মিত বিরতিতে উইকেট বিসর্জন দিতে থাকে তারা। ওপেনিংয়ে নেমে এনামুল করেন ১৯ রান। রশিদের ঘূর্ণি বুঝতে না পেরে দলকে ২৭ রানে রেখে তিনি ফিরে যান। তার আগে অবশ্য বিসিবি হারায় আরেক ওপেনার সাব্বির হোসেনকে।

প্রস্তুতি ম্যাচে ব্যাট করছে বিসিবি একাদশ: ছবি-শোয়েব মিথুনএরপর আল-আমিন ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান (১৫), ফারদিন হাসান (১৪) ও নাঈম ইসলাম (১৩) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরের দেখা পাননি।  

উইকেট উদযাপন করছেন রশিদ খান: ছবি-শোয়েব মিথুনরশিদ ৮ ‍ওভারে বল করে নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন জহির খান।  

বাংলাদেশ বনাম আফগানিস্তানের একমাত্র টেস্টটি হবে ০৫ সেপ্টেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।