জাতীয় ক্রিকেট লিগের টায়ার-২ এর ম্যাচের দ্বিতীয় দিনে শুক্রবার (১১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। ১৪৭ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করা দলটি এদিন শুরুতেই পিনাক ঘোষের (৩২) উইকেট হারায়।
এরপর উইকেট কামড়ে পড়ে থাকার দিকে মনোযোগ দেন তাসামুল ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনে মিলে ৬৭ রানের জুটি গড়তে সময় নেন ৩৯.৩ ওভার। ১৩০ বলে ৩০ রানের ইনিংস খেলা অঙ্কনকে বিদায় করে উইকেটের খাতা খুলেন আরাফাত সানি।
৫ উইকেট হারিয়ে বসা চট্টগ্রামকে ফের টেনে তোলার দায়িত্ব নেন তাসামুল। সঙ্গ দেন মাসুম খান। দুজনের ৫৭ রানের জুটি ভাঙেন আরাফাত সানি। পরের ৪ ব্যাটসম্যানও সানির শিকার। এই চারজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
চট্টগ্রাম ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেওয়া তাসামুলকে বোল্ড করে ৬ উইকেট পূর্ণ করেন সানি। সেঞ্চুরি থেকে ১০ রান দূরত্বে শেষ হওয়া তাসামুলের ইনিংসটি ৩২৭ মিনিট স্থায়ী হয়। এই সময়ে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৭টি।
সানির ৬ উইকেট এসেছে ৮৭ রান খরচে। ৩৯.৫ ওভার বল করে ১২টি মেডেন দিয়েছেন আর ইকোনমি রেট মাত্র ২.১৮। আগের দিন ৩ উইকেট নেওয়া মাহমুদউল্লাহ এদিন আর কোনো উইকেট পাননি। বাকি উইকেট শহিদুল ইসলামের।
জবাবে দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে ঢাকা মেট্রো। ২৬ রানে অপরাজিত আছেন শামসুর রহমান আর ২১ রানে অপরাজিত অধিনায়ক মার্শাল আইয়ুব।
এদিকে টায়ার-২ এর অন্য ম্যাচে রাজশাহীতে মাঠে নেমেছিল সিলেট বিভাগ ও বরিশাল বিভাগ। আগের দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়িয়েছে মাত্র ৩১ ওভার। এই সময়ে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে সিলেট।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএইচএম