গ্রানাডার সেন্ট জর্জ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২০৩ রানে অলআউট হয় আইরিশরা। দলের হয়ে সর্ব্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।
উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেটে নিয়েছেন হেইডেন ওয়ালশ। ৩ উইকেট শিকার করেছেন ওশানে থমাস।
জবাব দিতে নেমে ওপেনার এভিন লুইসের সেঞ্চুরিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। ৩৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে তারা। লুইস ৯৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় করেন ১০২ রান। নিকোলাস পুরান ৪৩ ও রোস্টন চেজ ২ রানে অপরাজিত ছিলেন।
আইরিশদের হয়ে দুই উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিন। ম্যাচ সেরার পুরস্কার ওঠেছে লুইসের হাতে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইউবি