টি-টোয়েন্টিতে পাকিস্তান বর্তমানে র্যাংকিংয়ের শীর্ষ দল। অন্যদিকে বাংলাদেশের র্যাংকিং নয়।
মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের রিয়াদ বলেন, ‘পাকিস্তান শেষ কয়েকটা সিরিজ খারাপ খেলেছে কিন্তু আমি মনে করি তারা অনেক শক্ত প্রতিপক্ষ। মনে রাখতে হবে এবার তাদের নিজেদের মাটিতে খেলা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তারা ঘরের মাটিতেই হেরেছে, তবু তারা শক্তিশালী দল। আবার আমার মনে হয় আমাদের স্কোয়াডে যারা আছে তারাও খুব ভালো ফর্মে আছে, টাচে আছে। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি তবে আমরাও জিততে পারবো। ’
পাকিস্তান দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার রয়েছেন। তাদের অনেকে আবার দুর্দান্ত ফর্মে আছেন। তবে এসব ভেবে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তিনি, ‘আমরা যদি ওদের নিয়ে চিন্তা করি বা ওরা র্যাংকিংয়ে কি অবস্থায় আছে এসব ভাবি তাহলে তো লাভ নেই। এসব নিয়ে আমার মনে হয় না উদ্বিগ্ন হওয়ার কিছু আছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং নিজেদের সামর্থ্য ঠিকভাবে ইউটিলাইজ করতে পারা নিয়েই আমাদের এখন মূল ভাবনা। ’
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
আরএআর/এমএইচএম