মঙ্গলবার (১০ মার্চ) ভারতের গ্রেটার নইডার স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে রোমাঞ্চ ছড়ানো সুপার ওভারে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানরা।
শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে গ্যারেথ ডিলানির ৩৭, হ্যারি টেক্টরের ৩১ ও ওপেনার কেভিন ও’ব্রায়ানের ২৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রহমতউল্লাহ গুরবাজ (৪২) ও উসমান গনির (১৮) ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৬০ রান পেয়ে যায় আফগানিস্তান। এরপর করিম জানাত (১৭) ও অধিনায়ক আসগর আফগানও (৩২) রানের গতি সচল রাখেন। কিন্তু শেষদিকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আইরিশরা।
ইনিংসের শেষ বলে জয়ের জন্য আফগানদের দরকার হয়ে পড়ে ৫ রান। কিন্তু রশিদ খান (১৪) শেষ বলে ৪ মারলে সমান হয় দু’দলের ইনিংস। ৭ উইকেটে ১৪২ রানে থামে আফগানরা। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সেখানে আগে ব্যাটিংয়ে নেমে ক্রেইগ ইয়ংয়ের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮ রান সংগ্রহ করতে পারেন গুরবাজ ও মোহাম্মদ নবী। ৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের করা ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ফিরে যান পল স্টার্লিং। জিততে হলে শেষ বলে আইরিশদের দরকার ছিল ৩ রান। এমন চাপের মুখে রশিদকে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ও’ব্রায়েন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ইউবি