করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন। মঙ্গলবার (১৯ মে) সেই আড্ডায় অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান।
বাংলাদেশের ক্রিকেটে ওয়াসিমের অবদানের কথা বলতে গিয়ে নান্নু বলেন, ‘ওই সময়ে ওয়াসিম আকরামের মতো একজন বোলার আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন, এটা ছিল আমাদের জন্য বড় একটা ব্যাপার। তাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলাম বলেই কিন্তু আমরা আত্মবিশ্বাসী হয়েছি, এবং পরে সেটা কাজেও লাগাতে পেরেছি। ’
আকরাম খান বলেন, ‘এখন তো বেশি বেশি ম্যাচ হয়। আমাদের সময় কিন্তু এত ম্যাচ হতো না। দুই বছরে আমরা দুই তিনটা ওয়ানডে ম্যাচ খেলতে পারতাম। শুধু এশিয়া কাপ খেলতাম। ওয়াসিম আকরামের মতো একজন বড় ক্রিকেটার এসে আমাদের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল। আমরা তাদের মতো বোলারের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। ’
পাইলট বলেন, ‘ওয়াসিম আকরাম যখন আবাহনীতে খেলতে আসেন তখন আবাহনীতে আমি দারুণ কিপিং করি। দারুণ একটা ক্যাচও নিয়েছিলাম। তখন ওয়াসিম এসে আমাকে বললেন, তুই তো মঈনের (খান) মতো ক্যাচ নিয়েছিস, এটাই আমাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দিয়েছিলো।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, মে ২০, ২০২০
আরএআর/ইউবি