নিজের ভেরিফাইড পেজে সাকিব ছবিটি পোস্ট করেন। যেখানে স্ত্রী উম্মে আহমেদ শিশির, বড় মেয়ে আলায়না হাসান ও সদ্য ভূমিষ্ঠ ছোট মেয়ে ইরাম হাসান রয়েছেন।
এর আগে সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব তার ফেসবুকে পেজে ঈদ শুভেচ্ছার এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে। ’
নিউইয়র্কে ২০১৫ সালের ০৮ নভেম্বর সাকিব-শিশির দম্পতির ঘরে জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান আলায়না। সেবার যুক্তরাষ্ট্রের পথে থাকতে বাবা হওয়ার খবর পান সাকিব। আর এবার রমজানের প্রথমদিনেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।
এর আগে সাকিব ও শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২৫, ২০২০
এমএমএস