ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেছাচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মে ২৭, ২০২০
পেছাচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ .

করোনা ভাইরাস মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সংবাদটি সঠিক নয়। বরং নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। 

বুধবার (২৭ মে) বার্তা সংস্থা রয়টার্স’কে একথা জানিয়েছে আইসিসি। পরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে একইদিনে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, করোনার কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর-নভেম্বর থেকে পিছিয়ে দেওয়া হবে। ওই সময় বিশ্বকাপের বদলে আইপিএল আয়োজিত হবে। তবে আইসিসি এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) আইসিসি’র বোর্ড মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।