মোহাম্মদ আমির-হারিস সোহাইল
আসন্ন ইংল্যান্ড সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও টপ অর্ডার ব্যাটসম্যান হারিস সোহাইল। তবে করোনার কারণে নিজেরে নাম সিরিজ থেকে প্রত্যাহার করে নেননি তারা। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তার পাশে থাকতে নিজের নাম প্রত্যাহার করেছেন আমির আর ব্যক্তিগত কারণে দেখিয়ে ইংল্যান্ড সফরে যাবেন না হারিস।
বৃহস্পতিবার (১১ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটি ঘোষণা করেছে। তবে পাকিস্তানের ইংল্যান্ড সফর এখনো চূড়ান্ত হয়নি।
তবে জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পরই আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
করোনা শঙ্কা পেছনে ফেলে দীর্ঘ চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ইংল্যান্ড।
পিসিবি জানিয়েছে, তারা ২৮ জন ক্রিকেটার ও ১৪ জন সাপোর্ট স্টাফ যাবে পকিস্তান সফরে। সাপোর্ট স্টাফদের মধ্যে ইউনুস খান ও মোস্তাক আহমেদ থাকছেন যারা সম্প্রতি পাকিস্তান দলের ব্যাটিং ও স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
এই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুন ১২, ২০২০
আরএআর/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।