শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাচ্ছে এটা অনেক আগেই নিশ্চিত করা হয়েছে। করোনাকালে জাতীয় দলের এই সফরটা বেশ গুরুত্বপূর্ণ।
শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে হোম অব ক্রিকেটে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ক্রিকেটারদের শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিলেন প্রধান নির্বাহী। জানিয়ে দিলেন, কোয়ারেন্টিন ৭ দিনের বেশি হবে না। তবে সংখ্যাটা আরও কমিয়ে আনার চেষ্টা করছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতটা জানিয়েছে, সাতদিন হয়তো সর্বোচ্চ থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আমরা আশা করছি সাতদিনের মধ্যেই যদি সীমাবদ্ধ রাখা যায়, তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেভাবেই এগোতে পারবো। সর্বশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে সাতদিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমাদের যে নির্ধারিত প্রোগ্রাম আমরা তা করতে পারবো। '
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
আরএআর/এমএইচএম