ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব কপিল দেব

হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ দিল্লির ওকলার ফোর্টিস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতকে ১৯৮৩ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব। নিউজ অ্যাজেন্সি এএনআই’র বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কপিল দেবের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন হার্শা ভোগলে। এই অভিজ্ঞ ক্রিকেট ধারাভাষ্যকার নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, ‘বড় হৃদয়ের, অমায়িক কপিল দেবের দ্রুত রোগমুক্তি কামনা করছি। ’ 

এছাড়া ৬১ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তির রোগমুক্তি কামনা করেছেন ভারতের সাবেক কোচ এবং তার বিশ্বকাপজয়ী সতীর্থ মদন লালও।  

খেলোয়াড়ি জীবনে তার সময়ে সেরা অলরাউন্ডার ছিলেন কপিল দেব। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশের দখলে যাওয়ার আগে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।  

কপিল দেব ভারতের হয়ে ১৩১ টেস্ট খেলে নিয়েছেন ৪৩৪ উইকেট। ব্যাট হাতে করেছেন ৫২৪৮ রান। এছাড়া ২২৫ ওয়ানডেতে তিনি ২৫৩ উইকেট নিয়েছেন। করেছেন ৩৭৮৩ রান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।