ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ফাইনাল আয়োজন করবে দুবাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, অক্টোবর ২৬, ২০২০
আইপিএল ফাইনাল আয়োজন করবে দুবাই

আইপিএল ২০২০ ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে। আগামী ১০ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে।

রোববার (২৫ অক্টোবর) এক ঘোষণা বিসিসিআই এমনটি জানায়।

দুবাই এছাড়াও ৫ নভেম্বর কোয়ালিফায়ার ১ আয়োজন করবে। যেখানে গ্রুপ পর্ব শেষে লিগের শীর্ষ দুই দল এ ম্যাচ খেলবে।

আসরের এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২ যথাক্রমে ৬ ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলো আয়োজন করবে আবুধাবি। প্রতিটি খেলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হবে।

এদিকে চলমান আইপিএলের আরেক ভেন্যু শারজাহকে নারী আইপিএল বা ওমেন্স টি-২০ চ্যালেঞ্জের জন্য রাখা হয়েছে। যেভানে ৪ থেকে ৯ নভেম্বর আসরটি এ মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।