ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের রিজার্ভ আম্পায়ার করোনায় আক্রান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের রিজার্ভ আম্পায়ার করোনায় আক্রান্ত

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এক ম্যাচ অফিসিয়াল কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  করোনায় আক্রান্ত আম্পায়ারের নাম আলী আরমান।

 

শনিবার (২৮ নভেম্বর) রিজার্ভ আম্পায়ার হিসেবে দিনের দুই ম্যাচে দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় হোটেল ত্যাগ করেছেন তিনি।  

শনিবার চট্টগ্রাম বনাম জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে প্রধান আম্পায়ারদের ব্যাক-আপ হিসেবে টুর্নাামেন্টে অভিষেক হওয়ার কথা আরমানের।  

রিজার্ভ আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘তিনি (আলী আরমান) করোনা পজিটিভ হয়েছেন এবং ফলস্বরূপ তিনি হোটেল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। ’  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
আরেএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।