ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মাহমুদউল্লাহদের দলে মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
সাকিব-মাহমুদউল্লাহদের দলে মাশরাফি

ফিটনেস টেস্টে উতরানোর পর এবার দলও পেয়ে গেলেন মাশরাফি বিন মর্তুজা। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে সাবেক এই অধিনায়ক খেলবেন জেমকন খুলনার হয়ে।

এই দলে খেলছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

রোববার (৬ ডিসেম্বর) লটারি শেষে মাশরাফির ঠিকানা হিসেবে খুলনার নাম ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেমকম খুলনার মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন্ন খান। টুর্নামেন্টে মাশরাফি খেলবেন 'এ' ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে।

এদিন সকালে মাশরাফি মিরপুরে ফিটনেস টেস্ট দেন। সেখানে পাশও করেন তিনি। ফলে মাঠে ফিরতে আর কোনো বাঁধা ছিল না তার।

এদিকে মাশরাফি এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী আগে করোনা পরীক্ষা করাতে হবে। ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নেগেটিভ হলে দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন তিনি।

এর আগে ইনজুরি কাটিয়ে ফেরা মাশরাফিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। আগ্রহী দলের সংখ্যা বেশি হওয়ায় লটারির ব্যবস্থা করা হয়। আর সেখানেই মাশরাফিকে পেয়ে যায় খুলনা।

এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘ আট মাস পর আবারো ক্রিকেট মাঠে ফিরছেন মাশরফি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমএইচএম/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।