ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের তৃতীয় টেস্টের একাদশে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ভারতের তৃতীয় টেস্টের একাদশে রোহিত শর্মা রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ভারত। যেখানে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জায়গা ইনজুরি সেরে দলে ফিরেছেন রোহিত শর্মা।

এছাড়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই টেস্টে অভিষেক হচ্ছে পেসার নভদ্বীপ সাইনির। তিনি চোটে ছিটকে যাওয়া উমেশ যাদবের পরিবর্তে জায়গা পেয়েছেন। তবে দলের বাকিরা মেলবোর্নে দ্বিতীয় টেস্টের একাদশে ছিলেন।

সিরিজের শেষ দুই টেস্টের জন্য দলে ফিরেছেন রোহিত। তাকে এই একাদশের সহ-অধিনায়কও করা হয়েছে।

গত আইপিএলেই চোটে পড়েন রোহিত। তবে ডিসেম্বরের শেষ থেকে এই সফরে দলের অংশ ছিলেন তিনি। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর দুটি টেস্ট খেলা হয়নি তার।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) তৃতীয় টেস্ট মাঠে গড়াবে।

তৃতীয় টেস্টের জন্য ভারত একাদশ: রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, নভদ্বীপ সাইনি

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।