ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাসান আলী দাপটের পর প্রোটিয়া স্পিনারদের ঝলক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
হাসান আলী দাপটের পর প্রোটিয়া স্পিনারদের ঝলক টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট দখল করেন হাসান আলী।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ছিল বোলারদের দাপট। পাকিস্তান পেসার হাসান আলীর পাঁচ উইকেটের পর প্রোটিয়া স্পিনাররা ঘূর্ণি জাদু দেখিয়েছেন।

দিন শেষে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারয়ে ১২৯ রান করেছে। লিড নিয়েছে ২০০ রানের।

যেখানে পাকিস্তানের প্রথম ইনিংসে ২৭২ রানের জবাবে দ. আফ্রিকা ২০১ রানে গুটিয়ে যায়।

প্রোটিয়া স্পিনারদের তাণ্ডবে দিশেহারা পাক ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিয়ে ব্যস্ত থাকে। সর্বোচ্চ ৩৩ রান করেন আজহার আলী। ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ২৯ রান। মোহাম্মদ রিজওয়ান ২৮ রানে অপরাজিত আছেন।

সফরকারী স্পিনার জর্জ লিন্ডে ৩টি উইকেট নিয়েছেন। কেশব মাহারাজ নেন দুটি উইকেট। আর পেসার কাগিসো রাবাদা একটি উইকেট দখল করেন।

এর আগে দ্বিতীয় দিন ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে শেষ করা দ.আফ্রিকা এদিন আর ৯৫ রান যোগ করে অলআউট হয়। দারুণ বল করে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট দখল করেন হাসান আলী। তেম্বা বাভুমা সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে এছাড়া একটি করে উইকেট পান শাহীন শাহ আফ্রিদি, ফাহিম ও নুমান আলী।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।