অসাধারণ প্রতিভা, কিন্তু অধারাবাহিকতার অপর নাম হয়ে গিয়েছেন সৌম্য সরকার। এই হার্ডহিটিং ওপেনার সম্প্রতি রানের দেখা পাচ্ছিলেন না।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে গাজীর গ্রুপের বোলিং তোপে পড়ে রূপগঞ্জন। নির্ধারিত ২০ ওভারে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৮ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান। ইনিংসে মোট সাতটি ছক্কা থাকলেও কেউ বিশের ঘর পার করতে পারেননি। ১২ বলে ১৬ রান করে আল আমিন ফেরার সময় রুপগঞ্জের স্কোর ছিল ৫ উইকেটে ৬৬। সাব্বির রহমান ২১ বলে ১৮ ও সোহাগ গাজী ২০ বলে করেন ২১। শেষ দিকে কাজী অনিকের ৬ বলে ১৩* রানে কোনোমতে ১৩০ পার করে রূপগঞ্জ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ১টি করে চার-ছক্কায় ১৩ রানে আউট হন মেহেদি। এরপরই জুটি বাঁধেন সৌম্য ও মুমিনুল। তাদের জুটি থেকে আসে ৮২ রান। ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন সৌম্য। এরপরই অনিকের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরার সময় সৌম্য ফিরলে জুটির অবসান হয়। তখন সৌম্যর নামের পাশে ৪৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান। পরের ওভারে ২৯ বলে ২ চার ও এক ছক্কায় ৩৪ রান করে মুমিনুল। বাকিটা সারেন মাহমুদউল্লাহ (১৫*) ও ইয়াসির আলি (১৩*)।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এমএমএস