চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে আচরণবিধি লংঘন করেন সাকিব আল হাসান। এজন্য মোহামেডান অধিনায়ককে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছে।
আজই বোর্ড সভায় সেই তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল। ৫ সদস্যের তদন্ত কমিটি সেই রিপোর্ট দিয়েছে।
সভা শেষে সাংবাদিকদের কাছে বিসিবি বস পাপন বলেন, কেউ আম্পায়ারিং নিয়ে কেনো অভিযোগ করেনি। তিনি বলেন, '...সেদিন আমি বিষয়টি তদন্ত করার নির্দেশ দেই। ১২টা ক্লাবের সাথে কথা হয়েছে। একটা ক্লাবও আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই। ক্লিয়ার? ওরা বলেছে, আম্পায়ারিং নিয়ে ওদের কোনো কমপ্লেইন নাই। বিভিন্ন ক্লাবের অধিনায়করা বলেছে, এবারের আসরটি বেস্ট টুর্নামেন্ট। '
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমএমএস