ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে খেলা খুব কঠিন: অ্যাস্টন অ্যাগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
মোস্তাফিজকে খেলা খুব কঠিন: অ্যাস্টন অ্যাগার

খারাপ সময় কাটিয়ে ফর্মে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তার কাটার-স্লোয়ার বোঝা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে।

প্রথম দুই ম্যাচে তার বলে ব্যাটিং করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে অজিরা। এখন তাই ‘দ্য ফিজের’ প্রসংশায় পঞ্চমুখ অ্যাগার-হেনরিকসরা।

দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের একটি কাটারে বল আচমকা লাফিয়ে অ্যাগারের গ্লাভসে লেগে জমা হয় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাঠ ছাড়েন অ্যাগার। সেই বলের কথা স্মরণ করে আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অ্যাগার বলেন, 'সে (মোস্তাফিজ) খুবই কঠিন এক বোলার, সত্যিই অসাধারণ! তার স্লোয়ার বল যদি কাছ থেকে দেখেন, কবজি আর আঙুলের ব্যবহারে অবিশ্বাস্য স্কিল আছে। এই স্লোয়ার অসাধারণ, কারণ এটা খুব ধীরগতির নয় এবং অনেক কিছুই হতে পারে। '

মোস্তাফিজের কাটারে নিজের আউট হওয়া প্রসঙ্গে এই অজি স্পিনার বলেন, 'কালকে (বুধবার) যেমন আমি একটা ডেলিভারি পেয়েছি, যেটা লাফিয়ে উঠেছে। তো এরকম লাফাতে পারে, নিচু হতে পারে, অনেক স্পিন করতে পারে, নাও করতে পারে। এটা সত্যিই বৈচিত্র্যময়। এবং বোলিংয়ে যতটা দেওয়া সম্ভব, সবটাই দেওয়ার চেষ্টা করে সে। বেশির ভাগ ডেলিভারিই সে করে স্লোয়ার। সেভাবেই তাকে খেলতে হবে। '

অন্যদিকে আইপিএলে মোস্তাফিজের সঙ্গে একই দলে খেলেছেন মোইজেস হেনরিকস। আইপিএলের সঙ্গে এই মোস্তাফিজের পার্থক্য টেনে তিনি বলেন, 'মোস্তাফিজ দেখিয়েছে, কতটা দ্রুত সে মানিয়ে নিতে পারে। আমার মনে হয়, গতকাল সে ২৩টি বা ২৪টিই স্লোয়ার বল করেছে। একটি বলও গতি দিয়ে করেনি। আইপিএল খেলার সময় সে এটা করে না। সম্ভবত অর্ধেক বল স্লোয়ার করে, আর বাকি অর্ধেক গতি দিয়ে। ভালো উইকেটেই মোস্তাফিজের স্লোয়ার খেলা কঠিন, এরকম (মিরপুরের) উইকেটে তো কথাই নেই। '

শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। পরের তিন ম্যাচের যেকোনো একটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। ফলে সিরিজে পুরোপুরি ব্যাকফুটে চলে গেছে অজিরা।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।