টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে শুরু করেন সৌম্য সরকার আর নাঈম শেখ। অ্যাশটন টার্নারের করা প্রথম ওভারে আসে ২ রান।
হ্যাজেলউডের করা দ্বিতীয় ওভারে দুই বাউন্ডারি মেরে রানের গতি বাড়ান নাঈম। তৃতীয় ওভারে লং অফ দিয়ে মেরে হাত খোলেন সৌম্য (৮)। কিন্তু ওই পর্যন্তই। ৪র্থ ওভারে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। হ্যাজেলউডের বলে ক্রস ব্যাটে সুইপ খেলতে গিয়ে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন। এই নিয়ে চার ম্যাচে তার স্কোর হলো যথাক্রমে- ২, ০, ২ এবং ৮।
এই নিয়ে টানা দুই ম্যাচে টস জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত তিন ম্যাচে টাইগারদের ওপেনিং জুটি ফ্লপ করলেও এই ম্যাচে তাদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকেরা। দলে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে আছে দুটি পরিবর্তন।
দলে ফিরেছেন অ্যান্ড্রু টাই এবং মিচেল সোয়েপসন। বাদ পড়েছেন গত ম্যাচের হ্যাটট্রিকম্যান নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়া। গতকাল শুক্রবার শ্বাসরুদ্ধকর ম্যাচে ১০ রানের জয়ে যে কোনো ফরম্যাটে অজিদের প্রথমবার সিরিজ হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এমএমএস