ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লর্ডসে সেঞ্চুরি করে রুটের এত রেকর্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
লর্ডসে সেঞ্চুরি করে রুটের এত রেকর্ড! সংগৃহীত ছবি

লর্ডসে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে ভারতের বিপক্ষে ২২তম সেঞ্চুরি করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুকের রেকর্ড ছুঁলেন বর্তমান অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে অ্যালেস্টার কুক মোট ৩৮টি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

তন্মধ্যে ১৬টি ওয়ানডে ফরম্যাটে এবং ২২টি পেয়েছিলেন টেস্টে।

এর আগে ট্রেন্ট ব্রিজেও সেঞ্চুরি করেন ইংলিশ এ ব্যাটসম্যান। এ নিয়ে চলতি বছর ১০টি টেস্ট ম্যাচে ৫টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। এক ক্যালেন্ডার বছরে এ পর্যন্ত কোনো ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে এত শতক আসেনি।

এর আগে ৪টি সেঞ্চুরি নিয়ে রুটসহ যৌথভাবে এ রেকর্ডে নাম ছিলো গ্রাহাম গুচ, মাইক আথারটন ও অ্যান্ড্রু স্ট্রাউসের।

এদিকে সামনে আরও টেস্ট খেলার সুযোগ পাবেন ইংলিশ এ ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের করা সর্বোচ্চ ৭টি টেস্টের রেকর্ড হয়তো ভেঙ্গে ফেলবেন ইংলিশ এ অধিনায়ক।  

সেঞ্চুরির পর আরেকটি মাইলফলক স্পর্শ করেন রুট। ১১৩ রান করে ৯ হাজার রান করার কীর্তি গড়েন তিনি।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ইতোমধ্যে ১১টি টেস্ট সেঞ্চুরি হয়ে গেল রুটের। আর কেবল একটি সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন অ্যলেস্টার কুকের আরেকটি রেকর্ড।  

ভারতের দেয়া ৩৬৪ রানের জবাবে ৭ উইকেটে ৩৪১ রান নিয়ে ব্যাট করছে ইংল্যান্ড। ১৫১ রান নিয়ে মাঠে অপরাজিত আছেন রুট।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।