আইসিসির আন্তর্জাতিক কোনো ইভেন্টের শিরোপা এখনও জেতা হয়নি বাংলাদেশের মূল দলের। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ একদম ভালো কাটেনি বাংলাদেশের। গ্রুপপর্ব থেকে কোনোভাবে সুপার টুয়েলভে উঠেই হারের বৃত্তে ঘুরপাক খেতে খেতে টুর্নামেন্ট শেষ করে টাইগাররা। তাদের এমন ভরাডুবির কারণে এবার অনুর্ধ্ব ১৯ দল থেকে কয়েকজনকে মূল দলে খেলানোর গুঞ্জন শোনা যাচ্ছে। যুবারাও মুখিয়ে আছেন মূল দলে খেলার জন্য। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেভাবে দাপটের সাথে জিতেছেন তারা, তেমনি মূল দলের হয়েও জিততে চান।
গণমাধ্যমকে তৌহিদ হৃদয় বলেন, ‘আমার যতদিন ক্রিকেট খেলে যাব, এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দিয়ে যাবে। কীভাবে বিশ্বকাপ জিততে হয় সেটি আমরা করে দেখিয়েছি। এখন সুযোগ পেলে মূল দলের হয়ে বিশ্বকাপ জিতব। ’
যদিও অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দলে জায়গা পেয়ে অনেকে কাজে লাগাতে পারেন না। বাংলাদেশের ইতিহাসেও এমন হয়ে যাচ্ছে। এবারের বিশ্বকাপে খেলা নাঈম শেখ-শামিম হোসাইনরাও অনূর্ধ্ব-১৯ খেলে গিয়েছেন। তবে বিশ্বকাপে হতে পারেননি উজ্জ্বল। এসব অবশ্য মেনে নিচ্ছেন হৃদয়। কিন্তু নিজেদের সেরাটা দিয়ে হলেও জাতীয় দলে ভালো ফর্ম করতে প্রস্তুত বলে জানান তিনি।
হৃদয় বলেন, ‘এটা নির্ভর করছে আমরা কীভাবে চাই তার ওপর। মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমরা সেরাটা দিয়ে জাতীয় দলে ঢুকার, জাতীয় দলে ভালো পারফর্ম করার চেষ্টা করব। অনেকের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে না। আমরা সেরাটা দিয়েই চেষ্টা করব। ’
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরইউ