অ্যাশেজের তৃতীয় টেস্টে মেলবোর্নে রেকর্ড গড়া বোলিং করেছেন, তবু সিডনিতে একাদশে খেলা নিয়ে শঙ্কা ছিল স্কট বোল্যান্ডের। তবে অবশেষে সেই শঙ্কা কাটিয়ে জায়গা ধরে রাখছেন এই ডানহাতি পেসার।
সাইড ইনজুরির কারণে মেলবোর্নে খেলতে না পারা প্রথম পছন্দের পেসার জস হ্যাজেলউড এখনও সুস্থ হননি। এমনকি দ্বিতীয় পছন্দের ঝাই রিচার্ডসনও শতভাগ ফিট না। ফলে টিকে যান বোল্যান্ড।
অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া হেডের বদলে জায়গা পেলেন খাজা। ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নামছেন এই বাঁহাতি ব্যাটার।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে। এর আগে প্রথম তিন টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।
অস্ট্রেলিয়া একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, উসমান খাজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: হাসিব হামিদ, জাক ক্রোলি, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, মার্ক উড, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এমএমএস