ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই, এটা ভুল প্রমাণ হলো: সাকিব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই, এটা ভুল প্রমাণ হলো: সাকিব  ছবি: শোয়েব মিথুন

ঢাকা: দেশের ক্রিকেটে একটা সময় 'পঞ্চপাণ্ডব' (মাশরাফি-সাকিব-তামিম-রিয়াদ-মুশফিক) ছাড়া একাদশ কল্পনাই করা যেত না। এই ৫ জনের হাত ধরে সাফল্যও এসেছে অনেক।

কিন্তু এবার নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্টজয়ী বাংলাদেশ দলে ছিলেন শুধু এক পাণ্ডব তথা মুশফিকুর রহিম। দলের এমন জয়ের পর তাই ৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই, এই ধারণা ভুল প্রমাণিত হলো বলে মনে করেন সাকিব আল হাসান।  

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) 'স্মার্টফোন ও ট্যাব মেলায় একটি মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষর করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার এমন মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'এত ভালো ক্রিকেট বাংলাদেশ খুব কম সময়ে খেলে থাকে। প্রেসার ও ডিফিকাল্ট কন্ডিশনে এতটা ভালো খেলেছে। এই ক্রেডিট দলের প্রতিটা খেলোয়াড় ও কোচিং স্টাফদের। আমাদের আগের বছর ভালো যায়নি। এই বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। বছরের শুরুটা ভালো হয়েছে। আশা করি আমারা ক্রিকেটে এই বছর ভালো কিছু করতে পারবো। দলের জয়ে আমি খুশি ও আনন্দিত। ' 

আরেক প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'পরের টেস্ট ম্যাচে আমাদেরও অ্যাডভান্টেজ থাকবে। আমাদেরও তিনজন পেসার আছেন। তিনজন ভালো বল করছেন, তারাও অ্যাডভান্টেজ পাবে। মিরাজ (মেহেদী হাসান) ভালো বল করেছে। নিউজিল্যান্ডকেও আমাদের বোলারদের ফেস করতে হবে। এরকম ম্যাচ জেতার পরে সবাই অনেক কনফিডেন্ট থাকে। আমি আশা করবো ম্যাচ জেতার কনফিডেন্স কাজে লাগবে। আগামী ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচের টস জেতাটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। টস জিতে ফিল্ডিং করা দলের জন্য খুব ভালো হবে। দ্বিতীয় ও তৃতীয় দিন উইকেটটি খুব ভালো থাকবে। আমার ধারণা প্রথম টেস্ট ম্যাচ থেকে আমরা যে কনফিডেন্স পেয়েছি, দল সেটা ভালোভাবে কাজে লাগাতে পারবে। '

ঐতিহাসিক টেস্ট জয় দলের সঙ্গে না থাকার বিষয়ে জানতে চাইলে সাকিব আল হাসান বলেন, 'এই জয়ে দলের সঙ্গে আমার থাকা না থাকা গুরুত্বপূর্ণ মনে করছি না। আমাকে ছাড়া দল জিতেছে খুশি হয়েছি। এই দলের প্রতিটি খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি আমি খুশি ও গর্বিত। '

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এমএমআই/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।