ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

ক্রাইস্টচার্চের সবুজ উইকেটেও আত্মবিশ্বাসী ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
ক্রাইস্টচার্চের সবুজ উইকেটেও আত্মবিশ্বাসী ডমিঙ্গো

প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়া বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফাঁদ পাততে বসেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে বাংলাদেশকে ঘায়েল করতে চাইবে স্বাগতিকরা।

যদিও সিরিজটি দুই টেস্টের হওয়ায় এখন হারানোর কিছু নেই টাইগারদের। কেননা এ ম্যাচে হারলেও সিরিজ ড্র হয়ে যাবে। তবে মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ক্রাইস্টচার্চে পা রেখেছে টাইগাররা। ক্রাইস্টচার্চেও তারা জয়ের জন্য বদ্ধপরিকর।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ক্রাইস্টচার্চে শুরু হবে রোববার ভোর ৪টায়।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বরাবরই দাপট দেখায় পেসাররা। আন্দাজ করাই যাচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগারদের বধ করতে সবুজ পিচই প্রস্তুত রাখবে কিউইরা। তবে সবুজ পিচকে ভয় করছেন না বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। বরং হুঙ্কারের সুরে বললেন, বাংলাদেশ দলেও ভালোমানের পেসার আছে। তাই তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলামরাও পিচের সুবিধা নিতে পারে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি এখনও পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনো টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে। এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। তবে এটা আমাদেরও সুবিধা দেবে। ’

নিজের দলের পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী ডোমিঙ্গো বলেন, ‘আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। তবে এখন আমাদের দলে উঁচুমানের তিনজন পেসার আছে। তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।