ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

খুলনাকে ১৪২ রানের লক্ষ্য দিল বরিশাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
খুলনাকে ১৪২ রানের লক্ষ্য দিল বরিশাল ব্যাট করছেন গেইল। ছবি: উজ্জ্বল ধর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করা বরিশাল নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি বেলা সাড়ে ১২টায় শুরু হয়। যেখানে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।

বরিশালের সংগ্রহ মোটামুটি মানের হলেও ব্যক্তিগতভাবে কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। ওপেনার ক্রিস গেইল সর্বোচ্চ ৪৫ রান করেন। ক্যারিবীয় তারকা্ ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়ে সেকেগু প্রমন্নর বলে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ২৩ রান করেন তৌহিদ হৃদয়।

খুলনার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা।

খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সেকুগে প্রসন্ন, থিসারা পেরেরা, ইয়াসির আলী, মাহেদী হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, শরিফুল্লাহ।

ফরচুন বরিশাল একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ইরফান শুক্কুর, নুরুল হাসান (উইকেটরক্ষ), জিয়াউর রহমান, জেবি লিন্টট, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, মুজিব উর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।