ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের উড়িয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
কিউইদের উড়িয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

ট্রান্স-তাসমান লড়াইয়ে দারুণ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। স্বাগতিক নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছেন মেগ ল্যানিংরা।

নারীদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে রোববার ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে ১৪১ রানের জয় পেয়েছে অজিরা।  

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে অজি নারী দল। অলরাউন্ডার এলিসি পেরি ৮৬ বলে ৬৮ ও তাহিলা ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭ রান করেন। র‍্যাচেল হায়নেস ও বেথ মুনি দুজনই করেন ৩০ রান। শেষ দিকে ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও খেলেন অ্যাশলে গার্ডনার।  

কিউইদের পক্ষে লিয়া তাহুহু ৫৩ রানে ৩ উইকেট শিকার করেন।

২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ দশমিক ২ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে অ্যামি সাটার্দওয়েট সর্বোচ্চ ৪৪ রান করেন। তাহুহুর ব্যাট থেকে আসে ২৩ রান।  

অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন ২২ রানে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন অ্যামান্ডা ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনার।

টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ২টি করে জয়-পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। এক ম্যাচ কম খেলে ২ জয় নিয়ে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভারত। সমান পয়েন্ট আছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দখলেও। কিন্তু নেট রানরেটে পিছিয়ে আছে তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।