বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক এখন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২ জুন) বোর্ড সভাশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রশ্নটি এসেছিলেন বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনে। কয়েকদিন পরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেবে জাতীয় দল, ওই সিরিজে আছে দুটি টেস্ট। এরপর খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজের পরই সব ফরম্যাটের সব ম্যাচে খেলবেন সাকিব, এমনটিই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, ‘আমার সাথে যা কথা হয়েছে। আমার সাথে না শুধু অনেকের সাথে কথা হয়েছে। আমি যতটুক জানতে পেরেছি, সে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের পর জিম্বাবুয়ের সাথে খেলা আছে। এখন সেখানে সাকিব অনিশ্চিত। তবে কতদিন সাকিব অধিনায়ক থাকবে সেটা বলা মুশকিল। ’
অধিনায়ক হিসেবে সাকিব ছাড়াও আরও তিনজনের নাম এসেছে বলে জানান পাপন, ‘আমার কাছে তিনটা নাম ছিল। যারা এটার দায়িত্বে ওরা চিন্তা-ভাবনা করে তিনটি নাম দিয়েছিল। এদের একজন অধিনায়ক হবে, আরেকজন হবে সহঅধিনায়ক। তো সাকিব যদি অধিনায়ক না হতে চাইত, তাহলে আমরা বাকি দুজনকে দায়িত্ব দিতাম। ’
‘প্রথম কথা হচ্ছে আমাদের এখানে সিদ্ধান্ত হয় অধিনায়কের সঙ্গে একজন সহঅধিনায়ক যুক্ত করবো। ওইটা নিয়ে সিদ্ধান্ত হয় প্রথমে। তারপর আসে অধিনায়ক কে হবে। প্রাথমিক আলাপ আলোচনা করে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে সাকিব আল হাসান হচ্ছে অধিনায়ক আর লিটন দাস সহ অধিনায়ক। ’
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২, ২০২২
এমএইচবি/আরইউ