অ্যান্টিগার পর সেন্ট লুসিয়াতেও বড় ব্যবধারে হারলো বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে সিরিজও খোয়ালো টাইগাররা।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু ২০০০ সালে। এরপর থেকে এখন পর্যন্ত টাইগাররা টেস্ট খেলেছেন ১৩৪টি। এর মধ্যে ১৬টিতে জয় ও ১৮টিতে ড্র করেছে তারা। আর বাকি ১০০টিতে হার।
টেস্ট ইতিহাসে মাত্র ১৩৪ ম্যাচ খেলেই ১০০ হারের দুর্নাম নেই আর কোনো দলের। এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ হারের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। তারা শততম হার রেখেছে ২৪১ টেস্টে। আর ৩৩টিতে পেয়েছিল জয়। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার শততম হার আসে ২৬৬ ম্যাচে। একই সময় তাদের জয় ছিল ৮৪ ম্যাচে।
শততম হার দেখতে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ৩৭৪তম টেস্টে অজিরা পেয়েছিল শততম হারের স্বাদ। এছাড়া ১০০টি টেস্ট হারতে ওয়েস্ট ইন্ডিজের ৩৬৮, পাকিস্তানের ৩৫৭, ইংল্যান্ডের ৩৪১, ভারতের ৩০৩ ও দক্ষিণ আফ্রিকার ২৭৯ ম্যাচ লেগেছিল।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমএইচএম