ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ ক্রিকেটার

২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তিতে ফিরেছেন গত মৌসুমে বাদ পড়া নাসিম শাহ, হায়দার আলি ও শান মাসুদ।

লাল ও সাদা বলের দুটিতেই শীর্ষ ক্যাটাগরিতে আছেন অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।  

বৃহস্পতিবার (৩০) ঘোষিত এই চুক্তিতে বাদ পড়েছেন তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন ও ফাহিম আশরাফি। কয়েকদিন আগে বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েন হাসনাইন। শেষ পর্যন্ত অবশ্য তা কাটিয়ে উঠেন এই পেসার; তবে বাদ পড়তে হয় চুক্তি থেকে।

গত বছরের চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা ছিল ২০ জন। এইবার তা বেড়ে ৩৩ হয়েছে। যেখানে লাল বলের চুক্তিতে আছেন ১০ জন, সাদা বলে ১১ জন। এছাড়া ইমার্জিং ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন।  

চুক্তিতে তিন ফরম্যাটেই থাকা ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে ১০ শতাংশ। এছাড়া দলের ‘নন-প্লেয়িং’ সদস্যদের ম্যাচ ফি ৫০ শতাংশ থেকে বেড়ে করা হয়েছে ৭০ শতাংশ। বাড়তি দায়িত্বের জন্য আলাদা ভাতা পাবেন দলের অধিনায়ক। আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন এই চুক্তি।

একনজরে ২০২২-২৩ মৌসুমে পিসিবির কেন্দ্রীয় চুক্তি:

লাল ও সাদা বলের চুক্তি | বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি (তিন জনই এ ক্যাটাগরিতে), হাসান আলি (লাল বলে বি ক্যাটাগরি, সাদা বলে সি ক্যাটাগরি), ইমাম-উল-হক (লাল বলে সি ক্যাটাগরি, সাদা বলে বি ক্যাটাগরি)।

লাল বলের চুক্তি:

‘এ’ ক্যাটাগরি | আজহার আলি

‘বি’ ক্যাটাগরি | ফাওয়াদ আলম

‘সি’ ক্যাটাগরি | আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, নুমান আলি

‘ডি’ ক্যাটাগরি | আবিদ আলি, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ, ইয়াসির শাহ

সাদা বলের চুক্তি:

‘এ’ ক্যাটাগরি | ফখর জামান, শাদাব খান

‘বি’ ক্যাটাগরি | হারিস রউফ

‘সি’ ক্যাটাগরি | মোহাম্মদ নওয়াজ

‘ডি’ ক্যাটাগরি | আসিফ আলি, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির, জাহিদ মাহমুদ

ইমার্জিং ক্যাটাগরি | আলি উসমান, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, কাসিম আকরাম, সালমান আলি আগা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।