ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন দিনেই শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুলাই ১, ২০২২
তিন দিনেই শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও স্পিন যাদু দেখালেন ন্যাথান লায়ন। এদিকে মাত্র ২.৫ ওভারে শ্রীলঙ্কার ৪ উইকেট নিয়ে নিলেন ট্রাভিস হেড।

তাই জয়ের জন্য বেশি কষ্ট করতে হয়নি অস্ট্রেলিয়াকে। ছক্কা মেরে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ডেভিড ওয়ার্নার।

গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২১২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে কেবল নিরোশান ডিকভেলার ব্যাট থেকে অর্ধশতক আসে। আর কেউ ফিফটি স্পর্শ করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে উসমান খাজা ও ক্যামেরুন গ্রিনের ৭১ ও ৭৭ ইনিংসে ভর করে ৩২১ রান তোলে অস্ট্রেলিয়া।  

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ২৩ রান সংগ্রহ করে দিমুথ করুনারত্নে। ছয় জন ক্রিকেটার পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে। ১১৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জয়ের জন্য মাত্র ৫ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। যা সংগ্রহ করতে ৪ বলের বেশি লাগেনি ওপেনার ডেভিড ওয়ার্নারের। রমেশ মেন্ডিসের চতুর্থ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet