একসময় ব্যাট হাতে রাজত্ব করা বিরাট কোহলি এখন ফর্মে নেই। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও তার ব্যাটে রান ধরা দিচ্ছে না।
ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স খরায় ভূগতে থাকা কোহলি বিশ্রাম নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরপর সামনে আসছে জিম্বাবুয়ে সফর। সেখানে কোহলিকে পাঠাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত বোর্ডের চাওয়া এশিয়া কাপের আগেই যেন ফর্মে ফিরে সাবেক এই অধিনায়ক।
এই ব্যাপারে বিসিসিআই সূত্র জানায়, ‘ভারতীয় নির্বাচকদের বৈঠক অনুষ্ঠিত হতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে পরিকল্পনা হলো, জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে, যে ফরম্যাটে কোহলি অত্যন্ত সফল, ফর্মে ফিরতে সেই মঞ্চটাকে ব্যবহার করুক। ’
কোহলি ছাড়া ভারতীয় দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারদের জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান। আগামী ১৮ থেকে ২২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
আরইউ