ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে বিশ্বকাপ জেতানোই কোহলির প্রধান লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
ভারতকে বিশ্বকাপ জেতানোই কোহলির প্রধান লক্ষ্য

অনেক দিন থেকেই ফর্মহীনতায় ভুগছেন বিরাট কোহলি। ব্যাটে রানের দেখা মিলছে না ভারতের অন্যতম সেরা এই ব্যাটারের।

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি উল্লেখযোগ্য কোনো ইনিংস। বিশ্রাম নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও।

তবে এখনই হতাশ হচ্ছেন না বিরাট কোহলি। দ্রুত ফর্মে ফিরতে চান তিনি। আগের মতো জ্বলে উঠে দলকে জেতাতে চান এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্টার স্পোটর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার আসল লক্ষ্য হচ্ছে ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতাতে সহযোগিতা করা। এজন্য আমি সবকিছু করতে প্রস্তুত। ’

কোহলিকে ফর্মে ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন বিসিসিআই নির্বাকরাও। তাই আসন্ন জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে থাকবেন তিনি। কোহলি ছাড়া ভারতীয় দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারদের অবশ্য বিশ্রাম দেওয়া হবে এই সফরে। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান। আগামী ১৮ থেকে ২২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।