ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘পিচ সুবিধার কারণেই উইন্ডিজকে হারাতে পেরেছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
‘পিচ সুবিধার কারণেই উইন্ডিজকে হারাতে পেরেছে বাংলাদেশ’

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঠিকই জিতে নিয়েছে বাংলাদেশ। অপরদিকে নিজেদের প্রথম ওয়ানডে সিরিজে একই প্রতিপক্ষের কাছে হারতে হারতে জয় পায় ভারত।

 

পোর্ট অব স্পেনে ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম ওয়ানডের শেষ ওভারে গিয়ে ৩ রানে জয়লাভ করে ভারত। বাংলাদেশের বিপক্ষে দুইশ রান তাড়া করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে ছাড়িয়ে গেছে তিনশ রান। যদিও শেষ মুহূর্তে গিয়ে হারতে হয় স্বাগতিকদের। খোদ ভারতীয় অধিনায়ক শিখর দাওয়ান বলতে ভুলেননি নিজের ভরে কথা, ‘আমরা ভয় পেয়েছিলাম। ভাবিনি ওয়েস্ট ইন্ডিজ এতটা কাছে চলে আসবে। ’

অথচ বাংলাদেশ সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দারুণ খেলে জিতে নিয়েছে সিরিজ। কিন্তু কি কারণে? এই প্রশ্নের জবাবে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে উইকেটে আলাদা ছিল। ওই উইকেটে স্পিন ধরত। আজকের ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হবে। মিডল অর্ডারে  তারা খুব ভালো খেলেছে। যদিও দুই-একটা উইকেট গেলে তারা চাপে পড়ে যেত। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল সিরাজ ১৫ রান আটকাতে পারবে (শেষ ওভারে)। ’

সিরিজ জয়ের লড়াইয়ে আগামীকাল রোববার (২৪ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। পোর্ট অব স্পেনেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।