ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েতে কষ্ট করেই জিততে হয়: তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
জিম্বাবুয়েতে কষ্ট করেই জিততে হয়: তাসকিন

বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে, এমন কথা শোনা যায় প্রায়ই। টাইগাররা নাকি বিপদে পড়লেই দলটির বিপক্ষে খেলে।

তবে পেসার তাসকিন আহমেদের দাবি, জিম্বাবুয়ের মাটিতে কষ্ট করেই জিততে হয় তাদের।

যদিও ২০২১ সালের জুলাইয়ে একটি টেস্ট ও সমান তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। ওই সফরে কোনো ম্যাচই হারেনি টাইগাররা। এবারও ভালো ফলের আশা তাসকিনের।

তিনি বলেছেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গতবছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন সময় দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না। ’ 

তিন ফরম্যাটেই এখন বাংলাদেশের বোলিংয়ের ভরসার নাম তাসকিন। এবার তিন ম্যাচ ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টির সিরিজেও তার দিকে তাকিয়ে থাকবে দল। তাসকিন বলছেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

তিনি বলেছেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। ’

‘নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায়- ওটাই আর কি। ’

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এমএইচবি/এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।