ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেছে বাংলাদেশ। অধিনায়ক নুরুল হাসান সোহান এরপর বলেছেন, ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তারা।

রোববার বাংলাদেশ সময় পাঁচটায় শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ।  

যেখানে টস জিতে আগে ব্যাট করবে জিম্বাবুয়ে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০৫ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বেশি করতে পারেনি নুরুল হাসান সোহানের দল।

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন এক বার্তা দেওয়ার মিশন বাংলাদেশ দলের।  নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগেই ছুটি নেওয়ায় নেই সাকিব আল হাসান।

নতুনদের শুরুটা খুব একটা ভালো হয়নি। সিরিজ বাঁচিয়ে রাখতে রোববার জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।  

বাংলাদেশ সময় : ১৬৩৮, জুলাই ৩১, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।