ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

একাদশে মাহেদী-মাহমুদ, বাদ নাসুম-তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
একাদশে মাহেদী-মাহমুদ, বাদ নাসুম-তাসকিন

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। ফলে টানা দ্বিতীয় ম্যাচে শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ।

এই ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন মাহেদী হাসান ও হাসান মাহমুদ।

সিরিজের প্রথম ম্যাচে গতকাল শনিবার ১৭ রানে হারে বাংলাদেশ। ম্যাচটিতে বল হাতে অকাতরে রান খরচ করে উইকেটশূন্য থাকেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। তাসকিন ৪ ওভারে ৪২ রান এবং নাসুম ৪ ওভারে ৩৮ রান খরচে উইকেটশূন্য ছিলেন।  ফলে দ্বিতীয় ম্যাচেই বাদ পড়লেন তারা। তবে জিম্বাবুয়ে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লোক জঙ্গয়ে, ওয়েলিংয়টন মাসাকাদজা, রিচার্ড এনগারভা ও টানাকা চিভাঙ্গা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।