ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সোহানের ক্যাচ মিসের পর অবশেষে উইকেট নিলেন নাসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
সোহানের ক্যাচ মিসের পর অবশেষে উইকেট নিলেন নাসুম

লক্ষ্যটা খুব বড় নয়। শুরুতেই তাই প্রতিপক্ষের উইকেট নেওয়া ছিল জরুরি।

নিজের কাজটা করেওছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু উইকেটের পেছনে সহজ ক্যাচ ছেড়ে দেন নুরুল হাসান সোহান। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। শেষ অবধি তাদের জুটি ভেঙেছেন এই ম্যাচে একাদশে জায়গা পাওয়া নাসুম আহমেদ।  

১২৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের ইনিংসের তৃতীয় বলে ক্যাচ তুলেছিলেন রিজওয়ান। ক্যাচটি ফেলে দেন বাংলাদেশের উইকেটককিপার নুরুল হাসান সোহান। ওই ওভারটি করছিলেন তাসকিন আহমেদ, তখনও রানের খাতা খুলতে পারেননি রিজওয়ান। পরের বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন তিনি।

শেষ অবধি এবাদত হোসেন ওভারে রিজওয়ান যখন ফেরেন শান্তর হাতে ক্যাচ দিয়ে, তখন ২ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৩২ রান করে ফেলেছেন। এর আগেই অবশ্য দলকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ।  

এই স্পিনারের ওভারে ৩৩ বলে ২৫ রান করে সাজঘরে ফেরত যান বাবর আজম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে পাকিস্তান।  

বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।