ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, ডিসেম্বর ৩০, ২০২২
মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুমিরা ইউনিয়নের বড় কুমিরা পিএইচপি গেট এলাকায় ট্রাঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন বিন আরিফ (২৫) কুমিরা ইউনিয়নের মাস্টার জালাল মৌলভি বাড়ির মৃত জিয়াবুল হোসেনের ছেলে।

তিনি কুমিরা বাজার এলাকায় একটি দোকানে চাকরি করতেন। আহত মো. ইমন ঘাটগড় লেদু কোম্পানির বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আরিফ ও ইমন। পথচারীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা,  ডিসেম্বর ৩০, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।