ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ২ বেকারি মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
সাতকানিয়ায় ২ বেকারি মালিককে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: সাতকানিয়ায় অনুমোদনহীন ও  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি অপরাধে নজির বেকারি ও নিউ নজির বেকারির মালিককে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে পৌরসভার কানুপুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

 

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, অনুমোদনহীন ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিপণনের অপরাধে প্রতিষ্ঠান দুটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়া একই অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।