চট্টগ্রাম: চসিক মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্যোগকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা যেভাবে জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ান, তা সত্যিই অনন্য ও অনুকরণীয়। আর্তমানবতার সেবায় তাদের এই আত্মত্যাগ আমাদের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ‘ক্রাইসিস হিরোস অ্যাপ্রিসিয়েশন ও ইয়ুথ লিড কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
মেয়র তরুণ স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের সেবা প্রদান, ফেনীর ভয়াবহ বন্যায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং আন্দোলন-পরবর্তী সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় অসামান্য অবদান রাখা যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সম্মাননা জানানো হয়।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. ইমরান বিন ইউনুস, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ ও ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান এবং আইসিআরসির প্রতিনিধি ডা. জেলিসা খানম।
বক্তব্য দেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য ইউএলও আবদুর রহিম ও যুব প্রধান আ ন ম তামজীদ। সঞ্চালনা করেন সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন যুব উপপ্রধান মোজাহিদুল ইসলাম রানা, আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মো. রকিবুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান মো. আসির হামিমসহ যুব স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা অংশ নেন।
এআর/পিডি/টিসি