ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ১৬ সিএনজি অটোরিকশা মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
হাটহাজারীতে  ১৬ সিএনজি অটোরিকশা মালিককে জরিমানা ...

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে ১৬টি সিএনজি অটোরিকশা আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে এ অভিযান চালানো হয়।

 

এ ছাড়া ফুটপাত দখলের অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ১৯ মামলায় জরিমানা ৩৪ হাজার ৭০০ টাকা।

 

অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন। এছাড়া অভিযানকালে হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও নির্বাহী কর্মকর্তা বিপ্লব মহুরী অংশ নেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।